শিক্ষিত জাতি তৈরি করতে হলে শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ এবং জ্ঞানচর্চার সুযোগ প্রসার করতে হবে। বর্তমান সময়ে উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষক বিদেশ থেকে জ্ঞান অর্জন করেন, যা আমাদের শিক্ষার্থীদের মধ্যে নতুন জ্ঞানের প্রসার ঘটায়। তাই শিক্ষকের গবেষণা এবং উচ্চশিক্ষা লাভের পথ সুগম করে তুলতে হবে।
কথায় বলে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া সমাজ উন্নতি করতে পারে না। যে দেশের জনগণ যত সুশিক্ষিত, সে দেশের সমৃদ্ধি তত বেশি। সমাজকে এগিয়ে নিতে যেমন শিক্ষিত সমাজ গুরুত্বপূর্ণ, তেমনি শিক্ষিত সমাজ গড়ে তুলতে প্রয়োজন শিক্ষক। তাই পরিবেশ হোক শিক্ষক ও শিক্ষার্থীবান্ধব।
দিশা বালো
প্রাণিবিদ্যা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।