জনসন অ্যান্ড জনসনের গবেষণা ও উন্নয়ন বিভাগের বৈশ্বিক প্রধান মাথাই মাম্মেন বলেন, ‘যাঁরা আমাদের করোনার টিকার এক ডোজ নিয়েছেন, তাঁদের বুস্টার ডোজ দিলে শরীরে সুরক্ষার মাত্রা ৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। পরীক্ষা চালিয়ে এমনটাই দেখা গেছে।’
জনসন অ্যান্ড জনসন বলছে, তাদের টিকার প্রথম ডোজ নেওয়ার ছয় মাস পর বুস্টার ডোজ নিলে সুরক্ষাব্যবস্থা শক্তিশালী হয়। পরীক্ষায় দেখা গেছে, বুস্টার ডোজ নেওয়ার মাত্র ১ সপ্তাহ পর শরীরে অ্যান্টিবডির পরিমাণ ৯ গুণ বৃদ্ধি পায়। ৪ সপ্তাহ পর অ্যান্টিবডির মাত্রা বেড়ে দাঁড়ায় ১২ গুণ। সব বয়সী ব্যক্তির ক্ষেত্রে এই হার একই বলে দেখা গেছে।