পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে, দেশ আজ উন্নয়নের মহাসড়কে। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, আর্থসামাজিক অবকাঠামোসহ সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে।
এ কারণে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোলমডেলে পরিণত হয়েছে। এ রকম একটি উন্নত দেশে মানুষের মৃত্যু হবে, আর তার কবরের জায়গা হবে না, এটা ভাবা যায় না। তিনি বলেন, ‘এমন একটি সংবাদ গণমাধ্যমের কল্যাণ দৃষ্টিগোচর হওয়ার পর ব্যথিত হয়েছি। তাই প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এখানে তাদের জন্য গণকবর ও মসজিদ স্থাপন করে দিয়েছি।’