এ ছাড়া দাখিল মাদ্রাসাগুলোতে শনিবার থেকে বৃহস্পতিবার দাখিল পরীক্ষার্থীদের ক্লাস হবে। এর সঙ্গে আগের মতোই শনিবার দাখিল নবম শ্রেণির, রোববার দাখিল অষ্টম শ্রেণির, সোমবার দাখিল সপ্তম শ্রেণির, মঙ্গলবার দাখিল ষষ্ঠ শ্রেণির, বুধবার দাখিল নবম শ্রেণির এবং বৃহস্পতিবার দাখিল অষ্টম শ্রেণির ক্লাস নিতে হবে মাদ্রাসাগুলোকে। গত ১২ সেপ্টেম্বর ক্লাস শুরুর পর মাদ্রাসার ইবতেদায়ি পর্যায়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা এক দিন করে ক্লাস করছিল। এই দুই শ্রেণি ক্লাস বাড়িয়ে দুই দিন করা হলো। এর আগে ২ অক্টোবর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদেরও সপ্তাহে দুই দিন করে ক্লাস হচ্ছে।
![](https://ajkervalokhobor.com/wp-content/uploads/2021/10/1633504660_facebook_post_banner__1_.jpgoverlay_positionbottomoverlay_width_pct1.jpeg)