মনোনয়নপত্র কিনতে বাধা, অভিযোগ এক পক্ষের

রিহ্যাবের পরিচালক পদ রয়েছে ২৯টি। তার মধ্যে ২৬টি ঢাকার ও ৩টি চট্টগ্রামের। নির্বাচিত পরিচালকেরা একজন সভাপতি এবং ছয়জন সহসভাপতি নির্বাচন করবেন।

মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন প্রথম আলোকে বলেন, বহিরাগত লোকজন নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে আসায় বর্তমান পর্ষদের নেতারা তাদের বাধা দেন। কারণ, বহিরাগত লোকজন নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করার কোনো নিয়ম নেই। তিনি বলেন, একজন প্রার্থীও মনোনয়নপত্র তোলেননি। কাল বৃহস্পতিবার সবাই মনোনয়নপত্র নেবেন। এ সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে রিহ্যাব সভাপতি বলেন, আগামী কমিটিতে অনেক নতুন মুখ থাকবে।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments