এ ম্যাচে নিজেদের ভাগ্যটা নিজেদের হাতেই ছিল রাজস্থানের। শেষ দুই ম্যাচ জিতলেই নিশ্চিত প্লে-অফে খেলা। তবে মুম্বাইয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিংয়ে গুবলেট পাকিয়ে ফেলল মোস্তাফিজুর রহমানের দল। শারজার কঠিন উইকেটকে আরও কঠিন বানিয়ে আগে ব্যাটিং করে ১০০ রানেরও বেশ আগেভাগেই থামল তারা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে ধীরলয়ে শুরু করলেও পাওয়ার প্লেতে ২ উইকেটে ৪১ রান তুলেছিল রাজস্থান। তবে এর পর থেকেই খেই হারিয়েছে তারা। মিডল অর্ডারে অধিনায়ক সঞ্জু স্যামসন, শিভাম দুবে ও গ্লেন ফিলিপসের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি, ভুগেছেন সবাই। মাঝে ডেভিড মিলার করেছেন ২৩ বলে ১৫ রান, আর রাহুল তেওয়াতিয়া ২০ বলে ১২। তবে তাঁরা দুজন শুধু ক্রিজ আঁকড়ে পড়ে থাকার কাজটাই করতে পেরেছেন কিছুক্ষণ।