পরিচালনা পর্ষদের ২৫ সদস্যের মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন আগেই। তারা হলেন চট্টগ্রাম বিভাগের আকরাম খান ও আ জ ম নাছির, খুলনার শেখ সোহেল ও কাজী ইনাম আহমেদ, সিলেটের শফিউল আলম চৌধুরী, বরিশালের আলমগীর খান ও রংপুরের আনোয়ারুল ইসলাম। এ ছাড়া সাবেক দুই পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম এবার পরিচালক হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত হয়ে।
নতুন পরিচালনা পর্ষদের বেশিরভাগই ছিলেন সর্বশেষ বোর্ডেও। নতুন মুখ হয়ে এসেছেন ইফতেখার রহমান, সালাহ্উদ্দিন চৌধুরী, ওবেদ রশীদ নিযাম, ফাহিম সিনহা ও মনজুর আলম।
এই ২৫ পরিচালকের ভোটেই নির্বাচিত হবেন নতুন বোর্ড সভাপতি। সেটি সর্বশেষ সভাপতি নাজমুল হাসান হওয়ার সম্ভাবনাই বেশি।