ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর আসনের পাশাপাশি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও সামশেরগঞ্জ আসন দুটিতেও বড় ব্যবধানে জিতলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা।
মুর্শিদাবাদে ৭০ শতাংশের কাছাকাছি সংখ্যালঘু সম্প্রদায়ের বাস। এ কারণে এখানে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জেতার কোনো সম্ভাবনাই ছিল না। পূর্ব ধারণা অনুযায়ী তৃণমূলই জিতেছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে জঙ্গিপুরে বিজেপির ভোট বেড়েছে। ২০১৬ সালে দলটি ১৩ শতাংশ ভোট পেয়েছিল, এবার তা বেড়ে হয়েছে ২২ শতাংশ। যদিও এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও মন্ত্রী জাকির হোসেন পেয়েছেন প্রায় ৬৯ শতাংশ ভোট। তিনি বিজেপির প্রার্থীকে হারিয়েছেন ৯২ হাজারের বেশি ভোটে। এই কেন্দ্রে বামপন্থীদের ভোট ২৬ থেকে কমে ৯ শতাংশে নেমেছে। সম্ভবত সেই ভোটই পড়েছে বিজেপির বাক্সে।