প্রতিবেশীকে পুড়িয়ে হত্যার অভিযোগ | প্রথম আলো

রামগড়ে চাইথোয়াই মারমা (৬০) নামে এক ব্যক্তিকে ইট দিয়ে আঘাতের পর গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে পৌর এলাকার মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে। রামগড় থানার পরিদর্শক রাজীব কর (তদন্ত) বলেন, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাইথোয়াই মারমার প্রতিবেশী শরিফ পাটোয়ারিকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা বলেন, চাইথোয়াই মারমা বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় রাস্তায় শরিফ পাটোয়ারি আকস্মিকভাবে তাঁর ওপর হামলা চালান। প্রথমে ইট দিয়ে আঘাত করার পর চাইথোয়াইয়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় আশপাশের লোকজন চাইথোয়াই মারমাকে উদ্ধার করে রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় চাইথোয়াই মারা যান।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments