রিয়ালে যেতে এ মৌসুমেই চেষ্টা চালিয়েছেন এমবাপ্পে। লিওনার্দোও এর আগে স্বীকার করেছেন, ক্লাব ছাড়ার ইচ্ছা এমবাপ্পের। অবশ্য লিওনার্দোর স্বীকার না করেও উপায় ছিল না। এমবাপ্পের জন্য রিয়াল মাদ্রিদ ১৬ কোটি ইউরোর প্রস্তাব দিয়ে বসেছিল দলবদলের মৌসুম শেষ হওয়ার এক সপ্তাহ আগে। পিএসজি সে প্রস্তাবে রাজি হয়নি। রিয়াল মাদ্রিদ প্রস্তাবের অঙ্ক বাড়িয়ে প্রথমে ১৮ কোটি ও পরে ২০ কোটি ইউরো করেছিল। কিন্তু চুক্তির মাত্র এক বছর বাকি আছে, এমন খেলোয়াড়ের জন্য এত বড় অঙ্কেও তুষ্ট হয়নি পিএসজি।
এদিকে ফ্রান্স জাতীয় দলে রিয়াল তারকা করিম বেনজেমার সতীর্থ হিসেবে খেলেন এমবাপ্পে। দুজনের মধ্যে বোঝাপড়া গড়ে ওঠাই স্বাভাবিক। জাতীয় দল সতীর্থকে নিয়ে কিছুদিন আগে বেনজেমা বলেন, ‘এমবাপ্পে নিজে বলেছে। সে অন্য কিছু চাইছে। একদিন না একদিন সে রিয়াল মাদ্রিদে খেলবেই। আমি জানি না কখন। কিন্তু সে আসবে। এটা এখন শুধু সময়ের ব্যাপার।’
কিন্তু লিওনার্দোর দাবি, পিএসজি জানে এমবাপ্পের সঙ্গে সম্পর্কটা দীর্ঘস্থায়ী হচ্ছে। কোথাকার জল আসলে কোথায় গড়াচ্ছে!