ইকরচালী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, ‘কামিনীর অবস্থা খুবই করুণ। গ্রামবাসীর দান-দক্ষিণায় তাঁর জীবন টিকে আছে। বিভিন্ন উৎসবে সরকার হতদরিদ্রদের জন্য ভিজিএফের চাল বরাদ্দ দিলে তা কামিনীকে দিই। কামিনীর ছোট ভাই গণেশ মহন্তকে বয়স্ক ভাতার তালিকায় অর্ন্তভুক্ত করতে পারলেও কামিনীর জাতীয় পরিচয়পত্র না থাকায় তাঁর নাম বয়স্ক ভাতার তালিকায় অর্ন্তভুক্ত করতে পারিনি।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহামুদুল হক বলেন, জনপ্রতিনিধিরাই বয়স্ক ভাতার তালিকা করে থাকেন। তাঁরা কামিনী মহন্তের নাম না পাঠানোয় বয়স্ক ভাতার তালিকায় তাঁর নাম অর্ন্তভুক্ত হয়নি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম সব সময় চালু আছে। ওই ব্যক্তির বাবা, মা অথবা ভাইয়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জন্মসনদ, চেয়ারম্যানের কাছ থেকে প্রত্যয়নপত্র ও নাগরিক সনদ নিয়ে নির্বাচন অফিসে যোগাযোগ করলে ভোটার তালিকায় তাঁর নাম হালনাগাদ করা হবে।