পূজা মানেই দিনভর ঘুরে বেড়ানোর উৎসব। এ সময় চুলের বাঁধন আরামদায়ক হওয়া ভালো। এতে ঘোরাফেরায় কোনো সমস্যা হবে না। আবার চুলের সাজটা যেন পোশাকের সঙ্গে মানানসই হয়, সেদিকেও রাখতে হবে বিশেষ খেয়াল।
পূজার এই কয়েক দিন কোন পোশাকের সঙ্গে কেমনভাবে চুল সাজাবেন, চলুন তার কয়েকটি নমুনা দেখে নিই।