নৌকার মাঝি হতে চান ১০ জন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলীয়ভাবে ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কেন্দ্রের কাছে তাঁদের সবার নামই পাঠানো হয়েছে।

আগামী ২ নভেম্বর ভোটগ্রহণ হবে। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ বলেন, মেয়র পদে নির্বাচন করতে ১০ জন মনোনয়ন চেয়েছেন। ১০ জনের নামই জেলা থেকে কেন্দ্রে পাঠানো হয়েছে। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাঁকে যোগ্য মনে করবেন, তাঁকেই মনোনয়ন দেবেন।

১০ জন মনোনয়নপ্রত্যাশী হলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মিছবাহ্‌ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও জেলা কৃষক লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. বোরহান উদ্দিন, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এ কে এম হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজুল হক, পাকুন্দিয়া আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক এবং উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. এখলাছ উদ্দিন।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments