গতকালের ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তার আগের ম্যাচে ৩০ বলে ৪০ রানের ইনিংসে তামিম ইকবাল ছন্দ ফিরে পাওয়ার আভাস দিয়েছিলেন। তবে আজ নেপালে আবারও ব্যাট হাতে ভুলে যাওয়ার মতো দিনই গেল বাংলাদেশের বাঁহাতি ওপেনারের। এভারেস্ট প্রিমিয়ার লিগের এলিমিনেটর ম্যাচে কাঠমান্ডু কিংসের বিপক্ষে ৯ বলে ৯ রান করেই আউট হয়ে গেছেন ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলা তামিম।
অবশ্য লিগে অন্তত আরেকটা সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। কাঠমান্ডুকে শেষ পর্যন্ত আজ ১৭ রানে হারিয়ে এলিমিনেটর পর্ব পেরিয়ে গেছে তামিমের দল। আগামীকাল কোয়ালিফায়ার ম্যাচে পোখারা রাইনোসের মুখোমুখি হবে ভৈরহাওয়া। সে ম্যাচের জয়ী দল আগামী শনিবার ফাইনাল খেলবে চিতোয়ান টাইগার্সের বিপক্ষে।