চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারিতে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন হলো মঙ্গলবার। আট শিল্পীর এ প্রদর্শনীর মাধ্যমে দীর্ঘদিন পর খুলল আর্ট গ্যালারির দরজা।
করোনা সংক্রমণের কারণে গত দেড় বছর কোনো প্রদর্শনীই হয়নি এ গ্যালারিতে। তাই এ প্রদর্শনী নিয়ে সবাই উচ্ছ্বসিত। এটি চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।