বিটিএমএর সভাপতি বলেন, ক্রয়াদেশ দেওয়ার পর আফ্রিকা থেকে বাংলাদেশে তুলা আনতে এক মাস সময় লাগে। আমেরিকার তুলা আনতে লাগে দুই মাস। ফলে তুলার দামের সূচক যদি চলতি মাসজুড়ে এখনকার মতো ঊর্ধ্বমুখী থাকে, তাহলে সুতার দাম ডিসেম্বরে বাড়াতে হবে।
সুতার বাড়তি দাম নিয়ে হঠাৎ করে গত সেপ্টেম্বরে পোশাক ও বস্ত্র খাতের মালিকেরা মুখোমুখি অবস্থানে চলে যান। তখন শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের মধ্যস্থতায় বৈঠকে বসেন বিটিএমএ, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিটিএলএমইএর নেতারা। ২১ আগস্ট দ্বিতীয় সভায় তিন সংগঠনের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। একই সঙ্গে সিদ্ধান্ত হয়, পোশাকশিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রতি কেজি ৩০ কার্ডেড সুতার সর্বোচ্চ দাম হবে ৪ ডলার ২০ সেন্ট। তবে সভায় এ কথাও বলা হয়, বিশ্ববাজারে তুলার দামের সূচক ১০০ পয়েন্ট ছাড়িয়ে গেলে দাম আবার বাড়বে আর সূচক যদি ৮৫ পয়েন্ট বা তার নিচে নামে, তাহলে সুতার দাম কমবে। তা ছাড়া পিআইয়ের (প্রোফর্মা ইনভয়েস বা বিক্রেতা বস্ত্রকলের আনুষ্ঠানিক দাম) মেয়াদ ৭ দিনের পরিবর্তে ১৫ দিন করা হয়।