আইসিসির সহযোগী সদস্য তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাটাই ওমানের জন্য বড় ব্যাপার। এর সঙ্গে যদি এমন একটা টুর্নামেন্ট আয়োজনের সুযোগও মেলে, তাহলে তো কথাই নেই। ওমানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পঙ্কজ খিমজির কাছে ব্যাপারটা ‘পরাবাস্তব’, ‘স্বপ্নের’ মতো ব্যাপার। তবে খিমজিদের সে স্বপ্নটাই আরেকটু হলেই ভেস্তে যেতে ধরেছিল! সেটাও প্রবল এক ঝড়ের কারণে।
ঘূর্ণিঝড় শাহিনের প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও ঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন ওমানের ১১ জন মানুষ। সে ঝড়ের গতিপথ আরেকটু এদিক-ওদিক হলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সুযোগকে ‘বিদায়’ জানাতে হতো তাদের, এমন বলেছেন খিমজি, ‘উড়ে যাওয়ার খুব কাছাকাছি ছিলাম আমরা।’