মোবাশ্বার হাসান বর্তমানে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার ও উন্নয়ন গবেষণা ইনিশিয়েটিভের সংযুক্ত ফেলো হিসেবে কাজ করছেন।
মোবাশ্বার হাসান বিশ্বজুড়ে চরমপন্থা, জনপ্রিয় সংস্কৃতি ও রাজনীতি নিয়ে প্রথম আলো, আল–জাজিরাসহ বিভিন্ন গণমাধ্যমে নিয়মিত কলাম লেখেন।
মোবাশ্বার হাসান ছাড়াও মালদ্বীপের আহমেদ আতিফকে এই সম্মাননার জন্য বেছে নেওয়া হয়েছে। আহমেদ আতিফ প্রতিবন্ধীদের অধিকার এবং শিক্ষায় তাদের সুযোগ বাড়ানো নিয়ে কাজ করেছেন। তিনি বর্তমানে মালদ্বীপের পর্যটনবিষয়ক উপমন্ত্রীর দায়িত্বে আছেন।
স্বাস্থ্য বিভাগে তাইয়ানের কাহুসিউং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং কলেজের ডিন ওই পুরস্কার পেয়েছেন। সাপের বিষ নিয়ে গবেষণা করা ইকুয়েডরের মারিয়া এলিনা বারাগানপালাডিনেস বিজ্ঞান শাখায় এই পুরস্কার পেয়েছেন। তিনি দুই লাখ শিশু ও পাঁচ হাজার উপকূলবাসীকে সাপের বিষ থেকে রক্ষার জন্য প্রশিক্ষণ দিয়েছেন।