অনুষ্ঠানে জানানো হয়, ওয়ালটনের টেলিভিশনের বড় রপ্তানি বাজার এখন ইউরোপ। উন্নত বিশ্বের এই বাজারে তিন মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি টিভি রপ্তানি করে ওয়ালটন। এরই মধ্যে ইউরোপের ১২টি দেশে টিভি রপ্তানি করছে ওয়ালটন।
অনুষ্ঠানে এডওয়ার্ড কিম বলেন, ক্রোয়েশিয়া খুবই গুরুত্বপূর্ণ বাজারে পরিণত হয়েছে। মারিও ক্রালজ বলেন, ‘ইউরোপ সব সময়ই প্রতিযোগিতামূলক বাজার। এখানে সব সময়ই চ্যালেঞ্জ থাকে। আমাদের কোম্পানি অত্যন্ত দক্ষতার সঙ্গে ২০ বছরের বেশি সময় ধরে ক্রোয়েশিয়ায় ব্যবসা চালিয়ে যাচ্ছে।’
দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের অনেক দেশে শতাধিক বিজনেস পার্টনারের মাধ্যমে নিজস্ব কারখানায় তৈরি টিভি রপ্তানি করছে ওয়ালটন। এরই মধ্যে বিশ্ববাজারে সুনাম অর্জন করেছে ওয়ালটন ব্র্যান্ড টিভি। বিজ্ঞপ্তি