ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে জানান, পথচারীরা জানিয়েছেন, কয়েকজন ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের ধারণা, ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করেছে। তার বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। পথচারীরা ওই তরুণকে রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাকিব হোসেন নামে এক পথচারী প্রথম আলোকে বলেন, রাত ৯টার দিকে ওই তরুণ রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। তার সঙ্গে কোনো মুঠোফোন পাওয়া যায়নি। যারা ছুরিকাঘাত করেছে, তারা হয়তো মুঠোফোন নিয়ে পালিয়েছে। তবে তার সঙ্গে মানিব্যাগ ছিল। সেটি ঢাকা মেডিকেলে পুলিশের কাছে দেওয়া হয়েছে।