পাকিস্তানি ক্রিকেট ভক্তদের আচার–আচরণও ওয়াসিম আকরামকে জাতীয় দলের দায়িত্ব নিতে নিরুৎসাহিত করে যায় নিরন্তর। সেটিও সাবেক অধিনায়ক বলেছেন কোনো দ্বিধা ছাড়াই, ‘আমি তো পাগল নই। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখি, কীভাবে ভক্ত–সমর্থকেরা কোচ ও কোচিং স্টাফের সদস্যদের তুলাধোনা করে। কতটা বাজে ব্যবহার করে। তাদের বুঝতে হবে, কোচরা মাঠে গিয়ে খেলে না। খেলে খেলোয়াড়েরা। কোচ কেবল তাদের তৈরি করে দিতে পারে, পরামর্শ দিতে পারে, কৌশল বলে দিতে পারে। সুতরাং দল যদি হারে, তাতে কোচের দোষ দেওয়াটা ঠিক নয়। পাকিস্তানে সেটিই করা হয়। সব দায় চাপিয়ে দেওয়া হয় কোচের কাঁধে। এটা আমি নিতে পারব না।’
Subscribe
Login
0 Comments
Oldest