ওমান সফরের আগে বেশির ভাগ ক্রিকেটারই ছিলেন বিশ্রামে। জাতীয় দলের কোচিং স্টাফের সদস্যরাও ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। বিশ্বকাপের লম্বা সফরের আগে এই বিরতি নাকি দরকার ছিল পুরো দলের। নিউজিল্যান্ড সিরিজের পর গতকালই প্রথম পুরো দল একসঙ্গে অনুশীলন করায় সেটি উপলব্ধি করেছেন সৌম্য।
‘বড় টুর্নামেন্টের আগে মানসিক বিশ্রামের প্রয়োজন ছিল। সবাই বিশ্রাম নিয়ে আবার মাঠে ফিরেছে। আশা করি, সবার ফিটনেসটা ভালো আছে। বিশ্রামের মধ্যেও সবাই ফিটনেস নিয়ে কাজ করেছে। আজকে থেকে ওমানে ক্যাম্প শুরু করলাম। যা দেখলাম, তাতে হচ্ছে সবার ফিটনেসের অবস্থা ভালো,’ বলেছেন সৌম্য।