গতকাল প্রিয়াঙ্কার পাশাপাশি উত্তর প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি অজয় কুমার লাল্লু, কংগ্রেস নেতা দিপেনদার সিং হুদা ও দ্বীপক সিংকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হারগাঁও থানার পুলিশ কর্মকর্তা ব্রিজেশ কুমার ত্রিপাঠি বলেন, মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, গত সোমবার লাখিমপুর খেরিতে যাওয়ার পথে ভোররাত সাড়ে চারটায় প্রিয়াঙ্কা গান্ধীকে থামানো হয়। লাখিমপুর খেরিতে ১৪৪ ধারা জারি ছিল। পরিস্থিতি খারাপ হওয়ায় তাঁকে সেখানে না যাওয়ার জন্য অনুরোধ করা হয়। তবে প্রিয়াঙ্কা কথা শোনেননি। এর জেরে তাঁকে আটক করে একটি গেস্টহাউসে রাখা হয়।