আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মঞ্চে ‘সোহোতে মার্ক্স’ নামে বাংলায় সেই নাটক নিয়ে হাজির হবে বটতলা ও যাত্রিক। নাটকটি অনুবাদ করেছেন জাভেদ হুসেন। নাটকের মূল প্রতিপাদ্য বিষয়ে তিনি জানান, নাটকটিতে দুটি বিষয় উঠে এসেছে। এক, কার্ল মার্ক্সের নামে ছড়ানো ভুল ধারণাগুলো অপনোদন। দুই, এত বছর পরও পৃথিবীকে বুঝতে মার্ক্সের তত্ত্বগুলোর প্রাসঙ্গিকতা তুলে ধরা। তাঁর মতে, করোনাকালে মুনাফালোভী মানুষের বিকট চেহারা দেখা গেছে। তাই এ সময়ে নাটকটি যথেষ্ট প্রাসঙ্গিক। শুধু তা–ই নয়, কার্ল মার্ক্সের নাম শুনলেই সাধারণ মানুষের চোখে ভেসে ওঠে নীরস এক পণ্ডিতের ছবি। যার নামের সঙ্গে জড়িয়ে আছে শুধু কঠিন কিছু তত্ত্ব। এই নাটকে সেই চেনা চেহারার বাইরের ভিন্ন এক মার্ক্সকে দেখানো হয়েছে, যেখানে তিনি একজন স্নেহময় বাবা, দরিদ্র স্বামী।
Subscribe
Login
0 Comments
Oldest