এদিকে অ্যাশেজে খেলতে অনাগ্রহ দেখানোয় ইংল্যান্ড ক্রিকেটারদের সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক ইয়ান বোথাম। টেলিগ্রাফকে তিনি বলেছেন, ‘এটা “চূড়ান্ত পরীক্ষা।” আমার ধারণা, কেউ কেউ এটাতে আগ্রহী নয়। এ নিয়ে চিন্তা তো করতেই হয়। ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেট খেলার ওপরে কিছু নেই, অস্ট্রেলিয়ায় খেলা ও জেতা তো দারুণ অভিজ্ঞতা। আমার মতে, এটা চ্যালেঞ্জ। তাদের জায়গায় থাকলে এরই মধ্যে ব্যাগ গুছিয়ে ফেলতাম আমি।’
সবকিছু ঠিক থাকলে ৮ ডিসেম্বরের ব্রিসবেনের গ্যাবায় শুরু হবে অ্যাশেজের প্রথম টেস্ট। সর্বশেষ ২০১৯ সালের সিরিজ ড্র করে ঐতিহাসিক ‘দ্য আর্ন’ বা ‘ভস্মাধার’ নিজেদের কাছেই রেখে দিয়েছে অস্ট্রেলিয়া।