বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হয়ে পড়ে গতকাল সোমবার। ছয় ঘণ্টার ওই বিভ্রাটে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ কমেছে ৭০০ কোটি ডলার। সেই সঙ্গে বিশ্বের শীর্ষ ধনীর তালিকা থেকে নেমেছেন এক ধাপ। তবে ক্ষতি কেবল জাকারবার্গের হয়নি, সবচেয়ে জনপ্রিয় এ সামাজিক যোগাযোগমাধ্যমের বিভ্রাটে বিশ্ব অর্থনীতিরও ক্ষতি হয়েছে।
ইন্টারনেট ওয়াচডগ নেটব্লক্সের এক আনুমানিক হিসাবে বলছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের আয়ের ক্ষতির কারণে বিশ্ব অর্থনীতি হারিয়েছে ঘণ্টায় ১৬ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৩৬০ কোটি টাকা (১ ডলার=৮৫ টাকা ধরে) সেই সঙ্গে যেহেতু সমস্যাটি ছয় ঘণ্টার বেশি সময় ধরে চলেছে, তাই বিশ্ব অর্থনীতিতে এখন পর্যন্ত এ ঘটনায় ক্ষতি ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। কেবল যুক্তরাষ্ট্রে নেটব্লক্সের হিসাবে অন্তত ২৩ কোটি ২০ লাখ ডলারের ক্ষতি হয়েছে।