চলতি মাসের শেষ দিকে রোমে জি-২০ সম্মেলন হওয়ার কথা রয়েছে। সেই সম্মেলনের প্রসঙ্গ টেনে সাক্ষাৎকারে মাখোঁ মত দেন, যে শর্তগুলো পূরণ করলে তালেবান আন্তর্জাতিক স্বীকৃতি পাবে, সেগুলো সুস্পষ্টভাবে নির্ধারণ করে দিতে হবে।
মাখোঁ বলেন, তাঁরা আসন্ন জি-২০ সম্মেলনে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। অবশ্যই সে আলোচনা করতে হবে। ইউরোপ, আমেরিকা, চীন, রাশিয়াসহ সবাই এক হয়ে তালেবানের আন্তর্জাতিক স্বীকৃতির শর্ত প্রশ্নে স্পষ্ট বার্তা দিতে হবে।