আফগানিস্তানে তালেবান সরকারের উচ্চশিক্ষামন্ত্রী আবদুল বাকি হাক্কানি বলেছেন, গত ২০ বছরে আফগানিস্তানে যেসব তরুণ-তরুণী স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা আদতে কাজের নন। তাঁদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ নেই।
স্থানীয় সময় মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে আবদুল বাকি হাক্কানি এমন মন্তব্য করেন। দেশটির সংবাদমাধ্যম তোলো নিউজের বরাতে আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।