ইয়ামি ৪ অক্টোবর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এই যে, আমার ইনস্টা পরিবার। সম্প্রতি আমি কিছু ফটোশুট করলাম। কিন্তু যখন আমার ত্বকের কেরাটোসিস পিলারিস সমস্যা গোপন করার জন্য পোস্টপ্রোডাকশনের কাজ করতে দেওয়া হলো, আমি ভাবলাম, আরে! কী হলো ইয়ামি। এই সত্য তুমি গ্রহণ করতে পারছ না? সমস্যার সঙ্গে মানিয়ে নিতে এটাকে গ্রহণ করো। যা হচ্ছে, তা চলতে দাও। হ্যাঁ, আমি চিৎকার করে নিজের সম্পর্কে বলতে পারি।’
