শেষ ওভারে জয়ের জন্য ৬ রান দরকার ছিল চেন্নাই সুপার কিংসের। ডোয়াইন ব্রাভোর হাতে বল তুলে দেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাটিংয়ে আরেক ওয়েস্ট ইন্ডিয়ান শিমরন হেটমায়ার।
প্রথম দুটি ডেলিভারি থেকে ওয়াইডসহ মোট ৪ রান তুলে নেন হেটমায়ার। ম্যাচে এরপর আর কিছুই থাকার কথা নয়। কিন্তু কে জানত নাটক জমে উঠবে! ব্রাভোর পরের বল থেকে দিল্লির অক্ষর প্যাটেল কোনো রান নিতে পারেননি। পরের বলে আবার আউটও হলেন!