পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষকদের মানোন্নয়নসহ বিভিন্ন দাবির মধ্য দিয়ে মঙ্গলবার বাংলাদেশে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষক সংগঠনগুলোর পৃথক কর্মসূচি থেকে এসব দাবি করা হয়।
স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘বঙ্গবন্ধুর দৃষ্টিতে শিক্ষকদের মর্যাদা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সরকার শিক্ষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও মর্যাদা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে। শিক্ষকদের অপরাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, শিক্ষার্থী-শিক্ষক ও জাতির প্রয়োজনে শিক্ষার মানোন্নয়নে শিক্ষা জাতীয়করণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।