জানতে চাইলে প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর রিয়াজ প্রথম আলোকে বলেন, ‘বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস প্রতিবেদন প্রকাশ বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে আমাদের প্রতিবেদন তৈরির কোনো সম্পর্ক নেই। আমরা এ সূচক তৈরির কাজ শুরু করি গত ডিসেম্বরে। আর বিশ্বব্যাংকের প্রতিবেদন বন্ধের ঘোষণা আসে গত সেপ্টেম্বরে। বিশ্বের অনেক দেশই তৃতীয় পক্ষকে দিয়ে ব্যবসা পরিবেশ সূচক নির্ণয় করে। বাংলাদেশে এটি প্রথমবারের মতো শুরু হচ্ছে।’
জানা গেছে, বিশ্বব্যাংক ১০টি সূচকের ভিত্তিতে ডুয়িং বিজনেস প্রতিবেদন তৈরি করত, যার মধ্যে ছিল ব্যবসা শুরু, নির্মাণ অনুমোদন, বিদ্যুৎপ্রাপ্তি, সম্পত্তি নিবন্ধন, ঋণপ্রাপ্তি, ক্ষুদ্র বিনিয়োগকারীর স্বার্থরক্ষা, কর পরিশোধ, সীমান্ত বাণিজ্য, চুক্তি কার্যকর ও দেউলিয়াত্ব মীমাংসা সূচক।