বাগমারায় আ.লীগকে ভোট না দিলে হিন্দুদের উচিত শিক্ষা দেওয়ার ঘোষণা দলীয় নেতার

২ অক্টোবর বিকেলে স্থানীয় উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ধরনের হুমকি দেন গোলাম সারওয়ার। সভার বিশেষ অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এই ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের ২ হাজার ৮০০ ভোট রয়েছে। তাঁদের ভোট আওয়ামী লীগের প্রার্থীকে নিশ্চিত করতে হবে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাতে দলীয় নেতারা তাঁদের সহযোগিতা করে থাকেন। বিভিন্ন উপহার দিয়ে থাকেন। অথচ তাঁরা আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দেন না। এ সময় তিনি বলেন, ‘তাঁরা প্রতিবার বেইমানি করবেন, নাকি এই নির্বাচনে ঠিক হবেন, তা জানতে চাই। যদি তাঁরা ঠিক না হন, তাহলে এবার আমাদের মসলা আছে। তাঁদের উচিত শিক্ষা দেওয়া হবে।’

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments