সার্ভার ডাউনের কারণে ৪ অক্টোবর বেশ কয়েক ঘণ্টা ফেসবুকের সেবায় বিঘ্ন ঘটে। এ কারণে বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী কয়েক ঘণ্টা ধরে ফেসবুক ব্যবহার করতে পারেননি। তবে ফেসবুকের সার্ভার ডাউনের ঘটনা এটাই প্রথম নয়। যুক্তরাজ্যের দ্য সানের প্রতিবেদনে এসব কথা বলা হয়।
গতকাল সোমবারের আগে চলতি বছর একাধিক বিভ্রাটের মুখোমুখি হন ফেসবুক ব্যবহারকারীরা। এ বছরের জানুয়ারিতে ফেসবুকের ত্রুটির কারণে অধিকাংশ ব্যবহারকারীর মোবাইল অ্যাপ লগআউট হয়ে যায়।
গত মার্চে বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী অভিযোগ করেন, তাঁরা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ সময় ৩৮ হাজার ইনস্টাগ্রাম ব্যবহারকারীও একই সমস্যার কথা জানান।