সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মেসবাহ কামাল বলেন, ‘আমরা প্রাইমএশিয়াকে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে উচ্চশিক্ষা দানের সুযোগ করে দিতে চাই।’
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য আবদুল মোমিন চৌধুরী, নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল হান্নান চৌধুরী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।