পূজা নিয়ে তৈরি এক গানে কণ্ঠ দিয়েছেন ৯ সংগীতশিল্পী। এই দলে বাংলাদেশের শিল্পী যেমন আছেন, তেমনি রয়েছেন ভারতীয় শিল্পীও। ‘জয় দুর্গা মা’ শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, পিন্টু ঘোষ, চন্দন সিনহা, অবন্তী সিঁথি, সুকন্যা মজুমদার, কিশোর দাস, কেশব রায় চৌধুরী ও বাঁধন সরকার পূজা।
