জেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক তানভীর হাসান ওরফে জনি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা যুবলীগের সভাপতি জি এম সাহাবউদ্দিন আজম ও সাধারণ সম্পাদক এম বি সাইফের নির্দেশে আজিজুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা জানান, সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় ছাত্রলীগের ওই দুই নেতাকে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।