সংসারটাকে কেউ কখনো একার মনে করেননি। যা কিছু করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে দুজনেরই মতামত ছিল। তাঁদের মধ্যে কখনোই কোনো ডমিনেটিং ভাব ছিল না। শাবনাজ বলেন, ‘আমাদের দুজনেরই স্যাক্রিফাইস ছিল। আমরা দুজন দুজনকে বোঝার চেষ্টা করি। যে কারণে আমরা এখনো অনেক ভালো আছি। সত্য বলতে কি, আমি অনেকটাই উদাসীন। কোনো একটা কাজ করলে, সেটা নিয়েই পড়ে থাকি। অন্যদিকটা মাথায় থাকে না। সেই দিকটা নাঈম সামলায়। সে আমাকে প্রপারলি বুঝতে পারে। আমাদের বোঝাপড়াটা ভালো। আমার প্রচুর রাগ–অভিমান। সে–ই (নাঈম) আমার রাগ ভাঙায়, সরি বলে। অনেক সময় আমারও দোষ থাকত। তখন আমাদের মেয়েরা বলত, আম্মু, তুমি বাবাকে সরি বলো। আমি কেন যেন বলতে পারতাম না।’ প্রথম আলোতে এক সাক্ষাৎকারে বলেছিলেন, নাঈম ভাই সব সময় সরি বলেন? ‘হ্যাঁ, (হাসি), এখন আমিও সরি বলা শিখেছি। ভুল হলেই সরি বলি। এমনও হয়, নাঈমই আমাকে সরি বলার সুযোগ দেয় না।’
