আজ রাতে মুম্বাইতে শুরু হচ্ছে ল্যাকমে ফ্যাশন উইক

আজ মঙ্গলবার রাতে শুভসূচনা হতে চলেছে ‘এফডিসিআই ল্যাকমে ফ্যাশন উইক’-এর। এবারের ফ্যাশন উৎসব শুরু হতে চলেছে খ্যাতনামা ডিজাইনার তরুণ তাহিলিয়ানির হাত ধরে। ৫ থেকে ১০ অক্টোবর আয়োজিত এ উৎসবে নামীদামি ডিজাইনারদের পাশাপাশি নবীনদেরও দাপট দেখা যাবে।

অন্যান্যবারের মতো ল্যাকমে ফ্যাশন উইকের এবারের আসরও মাতাবেন গৌরাঙ্গ শাহ, মনীষা জয় সিং, আব্রাহাম-ঠাকরে, সত্যপাল, রাজেশ প্রতাপ সিং, পঙ্কজ-নিধি, অনামিকা খান্না, সংযুক্তা দত্তর মতো একঝাঁক জনপ্রিয় ডিজাইনার। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চন নন্দা এবারের আসরের অন্যতম সেরা আকর্ষণ হতে চলেছে। তিনিও এই মঞ্চে মেলে ধরবেন আগামী ফ্যাশনধারা। ল্যাকমের সমাপনী রাতে এবার স্বমহিমায় উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। প্রবীণ ডিজাইনার গৌরব গুপ্তার ডিজাইন করা পোশাক গায়ে ল্যাকমের শেষ রাত উজ্জ্বল করবেন কারিনা।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments