অ্যাশেজ ইংল্যান্ড–অস্ট্রেলিয়ার কাছে কী, সে নতুন করে বলার কিছু নেই। কিন্তু অস্ট্রেলিয়ার কঠোর কোয়ারেন্টিন নিয়মের কারণে জো রুট ও তাঁর দলের অ্যাশেজ খেলতে যাওয়া নিয়ে জেগেছে সংশয়।
অস্ট্রেলিয়ায় পা রাখার পর ১৪ দিনের কোয়ারেন্টিন তো রয়েছেই, এক রাজ্য থেকে আরেক রাজ্যে গেলেও করতে হবে কোয়ারেন্টিন। পরিবার নিয়ে যাওয়াতেও রয়েছে সীমাবদ্ধতা। এদিকে ইংল্যান্ড একের পর এক সিরিজ খেলছে। জৈব সুরক্ষাবলয়ে থাকতে থাকতে মানসিক দিক দিয়েও ক্লান্ত রুটরা। অ্যাশেজ মাঠে গড়ানো নিয়েই তাই তৈরি হয়েছে শঙ্কা।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘সিডনি মর্নিং হেরাল্ড’ জানিয়েছে, ইংল্যান্ডের খেলোয়াড়েরা অ্যাশেজ না খেললে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের প্রত্যেকের ১০ লাখ ডলার করে ক্ষতি হবে এবং দেশের তৃণমূল ক্রিকেটেও নেতিবাচক প্রভাব পড়বে।