প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, পথচারী আমিনুর রহমান চিকলী এলাকায় সড়ক পার হওয়ার সময় সৈয়দপুরগামী একটি বাস তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর নবী বলেন, দুর্ঘটনার পর বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।