সোমবার (৪ অক্টোবর) থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, বিক্রি ও মজুত নিষিদ্ধ করেছে সরকার। এ কারণে রোববার সকাল থেকে কারওয়ান বাজারের মাছের আড়তে ইলিশে ভরে যায়। দিনভর ভালো দামে বিক্রি করতে পারলেও সন্ধ্যার পরও আড়তে অনেক অবিক্রীত ইলিশ রয়ে যায়। সোমবার সকাল থেকে ইলিশ বিক্রি ও মজুত বন্ধ থাকবে তাই মাছ ব্যবসায়ীরা রোববার রাতে তুলনামূলক কম দামে ইলিশ বিক্রি করেন। কিন্তু মধ্যরাতে যখন ক্রেতা কমে আসে, তখন মাছ নিয়ে দুশ্চিন্তায় পড়ার কথা জানান কয়েকজন মাছ ব্যবসায়ী ।
তাদের একজন আবদুর রহমান বলেন, ‘বড় আকারের যে ইলিশের দাম পাঁচ দিন আগেও ছিল ১৫০০ টাকা কেজি, সেই ইলিশ এখন বিক্রি করতে হচ্ছে এক হাজার টাকায়। তারপরও তো ক্রেতা পাচ্ছি না। আড়তে যদি ইলিশ থাকে, রাত পোহালে পুলিশ অভিযান চালাবে। জরিমানা করবে। বেশ দুশ্চিন্তায় রয়েছি।’