ঘরে ঘরে আনন্দ বাড়াতে শাহ্ সিমেন্ট নিয়ে এল হাউসফুল অফার ২০২১। প্রতি ১০০ ব্যাগে ১টি স্ক্র্যাচ কার্ড এবং প্রতিটি কার্ডেই নিশ্চিত উপহার।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, সিমেন্ট ব্যবহারকারীরা নির্দিষ্ট মেয়াদের মধ্যে ১০০ ব্যাগ শাহ্ সিমেন্ট ক্রয়ের মাধ্যমে ১টি স্ক্র্যাচ কার্ড পাবেন এবং কার্ড ঘষলেই নিশ্চিত উপহার। উপহারের মধ্যে রয়েছে টয়োটা এক্সিও, ডিপ ফ্রিজ, স্মার্টফোন, এলইডি টিভি, রেফ্রিজারেটর, মোটরসাইকেল, মাইক্রোওভেন, ওয়াটার ফিল্টার, মিক্সচার গ্রাইন্ডার, বিপি মেশিন, পালস অক্সিমিটারসহ আরও অনেক কিছু।