আজ ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে অনুমিতভাবেই সাদ একাদশে আছেন বলে জানা গেছে। দলীয় সূত্রের খবর, সাদকে রেখেই ভারতের বিপক্ষে একাদশ সাজিয়েছেন কোচ। এ ছাড়া স্ট্রাইকার সুমন রেজার বদলে একাদশে রাখা হয়েছে মতিন মিয়াকে। সুমন প্রথম ম্যাচ আক্রমণভাগে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। সুমনের চেয়ে মতিন প্রতিপক্ষ বক্সে তুলনামূলক বেশি কার্যকর হতে পারেন।
