ব্যাংকের সামনে অভিনব কায়দায় স্কুলশিক্ষকের ৩ লাখ টাকা চুরি

ঘড়ির কাঁটায় সকাল ১০টা ৫৪ মিনিট। সোনালী ব্যাংক পঞ্চগড় শাখা থেকে ঋণের তিন লাখ টাকা তুলে একটি লাল ব্যাগে নিয়ে বের হয়েছিলেন স্কুলশিক্ষক ইয়াহিয়া খান। লোকজন আর মোটরসাইকেলের ভিড় তখন ব্যাংকের সামনে। সেখানে রাখা মোটরসাইকেলটির হ্যান্ডেলে টাকার ব্যাগটি রাখতে না রাখতেই পেছন থেকে এক বয়স্ক লোক বলে উঠলেন, ‘আপনার টাকা পড়েছে।’

মাটির দিকে তাকাতেই ইয়াহিয়া খান দেখলেন, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার কিছু নোট মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। পকেটে হাত দিয়ে তিনি বলেন, ‘না আমার টাকা পড়েনি।’ এ সময় পড়ে থাকা কিছু টাকা ইয়াহিয়ার মোটরসাইকেলের নিচে চলে আসে।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments