বাছাইয়ের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে হাবিবুর রহমান খান বলেন, ‘আমরা কমিটির সদস্যরা মিলে সিনেমাটি দেখি। সবাই মিলে গল্প, নির্মাণ, পরিচালনা ভালো; এমন একটি সিনেমা বাছাই করি। কখনো আমরা মার্কিং করি, কখনো করি না। তবে সবার মতামতের ভিত্তিতে সেরা সিনেমাকে অস্কারে পাঠানো হয়।’ গত বছর বাংলাদেশ থেকে অস্কারে পাঠানো হয় ‘ইতি, তোমারই ঢাকা’।
