গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রাজশাহীতে সর্বোচ্চ ১৭, নাটোরে ৭, পাবনা ও সিরাজগঞ্জে ৬ জন করে, বগুড়া ও নওগাঁয় ৪ জন করে ও জয়পুরহাটে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এদিন চাঁপাইনবাবগঞ্জে কেউ করোনায় আক্রান্ত হয়নি।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৪ জন। বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৪ হাজার ২৪৯ জন। বিভাগের হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় করোনা নিয়ে ভর্তি হয়েছেন ২৬ জন।