বাবরের এই ৭ হাজার রানের মধ্যে ২২০৪ রান এসেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। সেখানেও একটা রেকর্ড এ বছরের এপ্রিলেই গড়েছেন বাবর। কোহলিকে (৫৬ ইনিংস) ছাপিয়ে গড়েছিলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম দুই হাজার রানের রেকর্ড, তাঁর ইনিংস লেগেছিল ৫২টি। এ পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০০ রানের মাইলফলক পেরিয়েছেন ১১ জন।
রেকর্ডের আলাপে পাকিস্তানের নিজস্ব একটা রেকর্ডেরও কথা হোক। গত সপ্তাহেই ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সেঞ্চুরি করেছেন বাবর, তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে এত সেঞ্চুরি আর কারও নেই।
সেঞ্চুরি থেকে একটু পিছিয়ে ফিফটিকেও যদি হিসাবে নেন, তাহলে আবার বৈশ্বিক আরেকটা রেকর্ড জ্বলজ্বলে হয়ে উঠবে বাবরের নামের পাশে। এ নিয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচ মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৮৭ ইনিংসের ৬৫টিতে ফিফটি বা সেঞ্চুরি করেছেন বাবর। অর্থাৎ মোট ইনিংসের ৩৪.৭৬ শতাংশই ফিফটি-সেঞ্চুরি। এই হারে পুরো বিশ্বেই তাঁর চেয়ে এগিয়ে আর কেউ নেই!