টুইটারে তিনি লেখেন, লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্টভাবে চালানো সফল অভিযানে আইএসের কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় জঙ্গিগোষ্ঠীর সদস্যরা নিহত হন।
প্রত্যক্ষদর্শী ও এএফপির সংবাদদাতারা অভিযানকালে বিস্ফোরণ ও গুলিবর্ষণের শব্দ শুনেছেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেছে।
কাবুলের বাসিন্দা ও সরকারি চাকরিজীবী আবদুল রহমান এএফপিকে বলেন, তিনি যে এলাকায় থাকেন, তার পার্শ্ববর্তী এলাকার তিনটি বাড়িতে তালেবানের বিশেষ বাহিনীর বেশ কিছু সদস্য অভিযান চালান। এ সময় কয়েক ঘণ্টা ধরে লড়াই চলে। গোলাগুলির শব্দে রাতভর তাঁরা জেগেই ছিলেন।
আবদুল রহমান আরও বলেন, ওই এলাকায় আইএসের জঙ্গিরা ছিলেন। অভিযানে কতজন জঙ্গি নিহত বা গ্রেপ্তার হয়েছেন, তা পরিষ্কার নয়। তবে দুই পক্ষের লড়াই ছিল তীব্র।