২৫ হাজার টাকার রিকশা গুলশানে সাড়ে ৩ লাখ

ঢাকায় নতুন একটি রিকশা কিনতে লাগে বড়জোর ২৫ হাজার টাকা। পুরোনো রিকশার দাম আরও কম, ১৫ হাজারেই পাওয়া যায়। তবে কেউ যদি রিকশা কিনে গুলশান, বনানী ও বারিধারায় চালাতে চান, তাহলে ব্যয় হবে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। না, গুলশানের রিকশায় বিশেষ কিছু নেই। এতে যন্ত্র লাগানো নেই যে চালকের কষ্ট কম হবে। এর আসন, কাঠামো অন্য এলাকার রিকশার মতোই। অবশ্য গুলশান, বনানী ও বারিধারার রিকশার বিশেষ নিবন্ধন আছে, যা তার দাম ১০ গুণ বাড়িয়ে দিয়েছে।

এই নিবন্ধন ছাড়া রিকশা ওই এলাকায় চলতে পারে না। নিবন্ধিত রিকশার সংখ্যাও সীমিত। পুরোনো হলে রিকশা পাল্টে যায়, থেকে যায় নিবন্ধন নম্বরপ্লেটটি। সেটি যে রিকশার পেছনে যুক্ত হয়, সেই রিকশার দাম তাৎক্ষণিকভাবে ১০ গুণ বেড়ে যায়।

রিকশা মালিক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মকর্তারা জানান, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর ওই এলাকায় রিকশা ও গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। মাস দেড়েক পরই আবার তা চালু হয়। তবে কূটনৈতিক এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সিটি করপোরেশন ওই এলাকায় রিকশার সংখ্যা নির্ধারিত করে দেয়।

Source link

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments